তরিকুল ইসলাম মিঠু,যশোর প্রতিবেদক: দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এ বন্দর থেকে কোলকাতার দুরুত্ব কম হওয়ায় ভারত ভ্রমণকারীদের সিংহভাগই এ বন্দর ব্যবহার করেন। তবে সম্প্রতি সময়ে কয়েকটি কারণে দেশের এ বৃহত্তম বন্দর দিয়ে ভারতে গমনাগম অনেকাংশ কমে গেছে।
অনুসন্ধানে জানা গেছে, এসব কারণের মধ্যে উল্লেখ যোগ্য তিনটি কারণ রয়েছে। ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা প্রাপ্তি, ভ্রমণ কর বৃদ্ধি, বিজিবিও কাস্টমর্স, ইমিগ্রেশ পুলিশসহ বাংলাদেশ-ভারত দুই চেকপোস্টে নানাবিধ হয়রানি। নানা জটিলতা ও বিড়ম্বনার কারণে অনেক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আগ্রহ হারাচ্ছে ভারত ভ্রমণে। এ ছাড়া ভারতগামী পাসপোর্ট যাত্রীদের সাথে দুর্ব্যবহার, শারীরিক নির্যাতন এবং টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে যাত্রীদের আগে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘ দিনের। এসব অনৈতিকও অব্যবস্থাপনার ফলে দুই দেশের পাসপোর্ট যাত্রীসহ ব্যবসায়ীদের মধ্যেও সৃষ্টি হয়েছে হতাশা আর ক্ষোভ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারী থেকে ২৮শে অক্টোবরের পর্যন্ত ১০ মাসে ভারতে গমনাগমন করেছেন ১৭ লাখ ৩১ হাজার ২২৬ জন পাসপোর্ট যাত্রী। এর মধ্যে ভারতে গমন করেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন । একই সময়ের মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৮ লাখ ৫২ হাজার ৮২৪ জন যাত্রী।
গত ২০২৩ সালে একই সময়ের মধ্যে ভারতে গমনাগমন করেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪৭০ জন। এর মধ্যে ভারতে গমন করেছেন ৯ লাখ ৬০ হাজার ১৪৮ জন যাত্রী এবং ভারত থেকে এসেছেন ৯ লাখ ৩৯ হাজার ৩২২ জন যাত্রী। গত বছরের তুলানায় ১০ মাসে ভারতে গমনাগমন কমেছে ১ লাখ ৬৮ হাজার ২৪৪ জন পাসপোর্ট যাত্রী। পাসপোর্ট যাত্রী কমায় ভ্রমণ টেক্স বাবদও বন্দর চার্জ সহ দশ মাসে সরকারের রাজস্ব আদায় কম হয়েছে ১৭ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৪২০ টাকা।
পাসপোর্ট যাত্রী সুমন হোসেন জানান, ভারতীয় ভিসা করতে এক জন মানুষের এক হাজার থেকে ১৫শ’ টাকা খরচ হয়। এছাড়া ভারতে প্রবেশের সময়ে এক হাজার টাকা ভ্রমণ টেক্সও ৫৫ টাকা বন্দর চার্জ দিতে হয়। এর পরে ভারতে ৪শ’ টাকার হোটেল ভাড়া খন ৭শ’ থেকে হাজার টাকা। এত টাকা খরচ করে ভারতে ঘুরাঘুরি করে কিছু কেনাকাটা করলে ইমিগ্রেশন কাস্টমস সেগুলো আটকে দেয়। সেখান থেকে কোন রকম ছাড়া পেলে আবার বন্দরের প্যাঞ্জের টার্মিনা অবস্থানরত বিজিবি সদস্যরা ব্যাগ খুলে সেই সব মালামাল বের করে নেয়। নিজ টাকায় পাসপোর্ট ভিসাও ভ্রমণ ট্রেক, বন্দর চার্জ দিয়ে বিজিবি মানুষের সাথে এমন আচারণ করে যে, যেন ভারত থেকে আগুন্তুক সবাই চোর। এসময়ে তারা মালামালও রেখে দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এমনিক দেওয়া হয় না মালামাল নিয়ে নেওয়ার কোন রশিদ বা স্লিপ। অথচ অবৈধ্য লাগেজ ব্যবসায়ীরা ইমিগ্রেশনে অবস্থানরত কুলিদের মাধ্যমে বিজিবিকে সেটিং করে লাখ লাখ টাকার মালামাল পাচার করছে। এসব অত্যচারের কারণে দিন দিন ভারতে পাসপোর্ট যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে।
ভারতীয় পাসপোর্ট শরিফুল ইসলাম বলেন, বেনাপোল কাগজপুকুরে আমার মামা বাড়ি। আমি আসার সময়ে মামাতো ভাই বোনের জন্য কিছু চকলেট,বিস্কুটও কসমেটিক নিয়ে আসছিলাম। কিন্তু বেনাপোল বন্দরের নিচে বিজিবি সদস্য ফরিদের নেতৃত্বে অন্যান্য বিজিবি সদস্যরা আমার মালামাল গুলে কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। প্রতিবাদ করলে পুলিশে দেওয়ারও হুমকী দেয় বিজিবি সদস্য।
পাসপোর্ট যাত্রী বাদশা মিয়ে বলেন, বিজিবিও কাস্টমসে থাকা দায়িত্বরত সদস্যরা যাত্রীদের কোন ধরনের ব্যাগেজ সুবিধা দেওয়া হয় না। পরিবারের জন্য তিন থেকে ৫হাজার টাকার কসমেটিকও চকলেট, সোনপাপড়ী, বিস্কুট কিনলেও বন্দরের প্যাঞ্জোর টার্মিনালের নিচে বসা বিজিবি সদস্যরা তা কেড়ে নেয়। তাছাড়া ইমিগ্রেশনে অন্ধ, খোঁড়া, প্রতিবন্ধী, ক্যান্সার রোগীদেরর ট্রাভেল টেক্স টোকেন ছাড় থাকলেও কাউকে ছাড় দেওয়া হয় না। সেই সাথে দুই দেশের ইমিগ্রেশনের কতিপয় পুলিশ সদস্য পাসপোর্টে ভুল, সরকারী চাকুরীর অজুহাতে ছাড়পত্র লাগবে এসব কথা বলে নানাভাবে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। তিনি আরো বলেন, আমি ছোটখাট লেদ গ্যারেজের ব্যবসা করি। আমার মেয়েকে চিকিৎনার জন্য ভারতে নিয়ে যাচ্ছিলাম। ইমিগ্রেশনে পাসপোর্টে সিল মারা সময়ে আমার কাছে ব্যবসায়ীক কাগজ দেখতে চাই। আমার সাথে কাগজ না থাকায় তারা আমার কাছ থেকে ৫শ’ টাকা নিয়েছেন। এসব কারণে প্রতিনিয়ত ভারতে গমনাগমন যাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
উল্লেখ্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ব্যবহার করে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের জন্য দেশের বিভিন্ন এলাকার প্রতিদিন ৫ থেকে ৮ হাজারের অধিক যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষের নানা হয়রানীও ইমিগ্রেশন কেন্দ্রিক দালালদের হয়ারানী ছিনতাইয়ের কারণে কমেছে যাত্রী সংখ্যা।
বেনাাপোলের ট্রান্সেপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, বিজিবিও কাস্টমসের হয়রানী তো আছেই। সেই সাথে ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট ভিসা বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন যাত্রীরা। এসব কারণে বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানী বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। তাছাড়া ইমিগ্রেশন কেন্দ্রিক দালালদের উৎপাতে প্রতিনিয়ত হয়রানীর কারণে ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভূইয়া বলেন, ৫ই আগষ্টে ছাত্র আন্দোলনের পর সরকার পরিবর্তন হয়। এর পর থেকেই ভারত সরকার বাংলাদেশীদের ভিসা বন্ধ রেখেছে। যে কারণে ভারতে যাত্রী গমনাগমন কমে গেছে। তবে ভারত সরকার আবার ভিসা চালু করলে ভারতে গমনাগমন স্বাভাবিক হবে বলে তিনি জানান।
বেনাপোল উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমি নতুন বন্দরে যোগদান করেছি। তবে কার বিরুদ্ধে পাসপোর্ট যাত্রী হয়রানীর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।