বেনাপোলে ১৮ টি স্বর্ণের বারসহ মোটরসাইকেল জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল আমলাখালি চেকপোস্টে ১৮ স্বর্ণের বারসহ ঢাকা মেট্রো-ল-১৭-৩২৫০পালসার-১৫০ সিসি,কালো রংয়ের একটি মোটরসাইকেল জব্দ করেছেন।

মঙ্গলবার বিকালে যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের স্বর্ণের বারসহ মোটরসাইকেলটি জব্দ করেন।

তবে বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে রেখে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায় পাচারকারী। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির হেড লাইটের কেসিং এর ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী মোটরসাইকেল যোগে স্বর্ণ নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ সময়ে বিজিবি সদস্যরা আগে থেকেই  আমড়াখালি বিজিবি চেক পোস্টে প্রস্তুতি নিয়ে অবস্থান করছিলো। মোটরসাইকেলটি আমড়াখালী চেক পোস্ট ক্রস করার সময় বিজিবি সদস্যরা তাকে দাঁড়ানোর নির্দেশনা দিলে সে মোটরসাইকেলটি না থামিয়ে আরো দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে বিজিবি সদস্যরা বিজিবিরর পিকআপ নিয়ে মোটরসাইকেলটির পিছে ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারী মোটরসাইকেলটি শার্শা মালিপোতা নামক স্থানে ফেলে দিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে মোটরসাইকেলটির হেডলাইটের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করেন। এ ঘটনায় অজ্ঞাত নামে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *