নিজস্ব প্রতিনিধি: ভারতে পালিয়ে যাওয়ার সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ইডেন কলেজের নেত্রী সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডে নামে দুইজন আটক হয়েছে।
সোমবার (১৩ই জানুয়ারি) বেলা ১১ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
ঢাকা নিউমার্কেট থানার একটি মামলায় তাদেরকে ঢাকা নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক সুস্মিতা পান্ডে ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সত্যজিত পান্ডে- সুস্মিতা পান্ডের ভাই। তারা দুজনই মাগুরা সদরের স্বপন পান্ডের সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহম্মেদ।
ওসি বলেন, সোমবার বেলা ১১ঃ০০ টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জানতে পারি। তারা দুইজনই ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি। পরে তাদেরকে বেনাপোল থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, দুপুরে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সন্ধ্যায় তাদেরকে ঢাকা নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।