পুলিশে শুদ্ধির চর্চা করা হচ্ছে: যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দকী

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর প্রতিনিধি: ’ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন বাংলাদেশে পুলিশ আত্মশুদ্ধির চর্চা করে যাচ্ছে’, সন্ত্রাস ও চাঁদাবাজী প্রতিরোধে মিল কলকারখানা মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দকী এই কথা বলেছেন।

যশোরের অভয়নগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে শনিবার (১৪ই সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নওয়াপাড়া বাজারস্থ যশোর জেলা ট্রাক ট্যাংলরী মালিক সমিতির সভাকক্ষে অভয়নগর থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ” যিনি দখলদারিত্ব কায়েম করছেন, যিনি চাঁদাবাজি করছেন, যিনি সন্ত্রাসি কর্মকান্ড করছেন- তারা কোন দলের লোক হতে পারেন না। উনি আমার ভাইও যদি হয়, উনি আমার ভাগ্নেও হয়- তার পরিচয় উনি সন্ত্রাসী, তার পরিচয় উনি দখলবাজ, তার পরিচয় উনি চাঁদাবাজ। সেক্ষেত্রে পুলিশ যদি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমি আমার ভাই বা আমার দলের পরিচয়ে কোন তদ্বির আমি করবেন না। আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। জনগণের কাছে এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে আপনারা চান- পেশাদার পুলিশ, আপনারা চান রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে পুলিশ কাজ করবে, পুলিশ কোন ধরণের অবৈধ আর্থিক লেনদেনের সাথে জড়িত হবেন না, পুলিশ কাউকে অন্যায়ভাবে হয়রানি করবে না। সে আত্মশুদ্ধির চর্চা পুলিশ করে যাচ্ছি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ গণি সরদার, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গাজী, নওয়াপাড়া স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হাসান লিপু, নূর আলম পাটোয়ারি, শাহীন রেজা, জয়নাল আবেদিন, জিএম জাহাঙ্গীর আলম, ফিরোজ আহমেদ, গোলাম মোস্তফা, বেলাল হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলহাজ¦ রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোবারক হোসেন সরদার, সাধারণ সম্পাদক আলী হায়দার, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম মুজিবুর রহমান, নওয়াপাড়া হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম, নওয়াপাড়া কাপড় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *