প্রবাসী নারীকে ধর্ষণের দায়ে গ্রেফতার আদম ব্যবসায়ী শামীম
নিজস্ব প্রতিবেদক: প্রবাস প্রত্যাশী এক নারীকে ধর্ষণের দায়ে শামীম মন্ডল ন (৪২) নামে এক আদম ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার ভোর রাতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম জেলার অভয়নগর গোয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সে জেলার মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৫ শে ফেব্রুয়ারি আদম ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে শামীম মন্ডল ফাতেমা খাতুন নামে এক এক বিদেশ প্রত্যাশী নারীকে বিদেশে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে যশোর ও ঢাকায় নিয়ে দৈনিক সম্পর্ক তৈরি করেন। এরপর ওই নারীকে বিদেশে পাঠান। একসময়ে ওই নারী অন্তঃস্বত্তা হয়ে পড়েন। বিদেশ থেকে ফেরত এসে ৮ ই অক্টোবর যশোর কোতয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় যশোরের নবাগত পুলিশ সুপার বিষয়টি তদন্তের দায়িত্বে দেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এর উপর। এক পর্যায়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম জেলার অভয়নগর গোয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । দুপুরে তাকে আদালত হস্তান্তর করা হয়েছে। আদালতে শামীম মন্ডল কৌশলে তাকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
তিনি আরো জানান, আদম ব্যবসায়ী শামীম একাধিক ব্যক্তিকে বিদেশ প্রেরন করেন । যার মধ্যে অনেক ব্যক্তি কর্ম না পেয়ে ফেরত চলে আসলেও টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করেন। শামীম এর বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে।