স্টাফ রিপোর্টার: হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন শনিবার জামাতের রোকন সম্মেলনে ঈদগা মাঠ ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, হাজারো মানুষের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পথচলা শুরু করেছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে স্বৈরাচারী হাসিনা নাকি টুস করে দেশে চলে আসবেন। তিনি যা করেছেন তাতে এদেশে এসে রাজনীতি করা একেবারেই অসম্ভব।
যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস।
জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জামায়াতের পশ্চিম জেলা আমির মাওলানা হাবিবুর রহমান,পূর্ব জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল আজিজ, শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হুসাইন, শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, পূর্ব জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, পশ্চিম জেলা সেক্রেটারি শিহাব উদ্দিন প্রমুখ