দ্বিতীয় দিনের মতো যশোর-ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সারা দেশে ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজসহ যশোর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারা দেশের সাথে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৭ই জুলাই) দুপুর ১২টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। বিকেল পর্যন্ত টানা কর্মসূচি চালায় আন্দোলনকারীরা।

এ সময় সৃষ্ট যানজটের কারণে যাত্রীরা পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দ্যশে যাত্রা শুরু করে। তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে ছিল।

কোটা আন্দোলকারী শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগের নির্মম নির্যাতনের কারণে ও কয়েকজনকে হত্যার প্রতিবাদে আজকের অবরোধে সারা যশোরের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে কোটার বিরুদ্ধে ‘কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *