তিন উৎসবকে ঘিরে জমজমাট গদখালীর ফুলের বাজার

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে কতই না আয়োজন। যার মূল অনুষঙ্গ রঙ-বেরঙের ফুল।

সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল। শহুরে প্রকৃতিতে এসবের কিছু কমতি থাকলেও সংরক্ষিত বাগানগুলোতে দেখা মিলেছে বাহারি সব ফুলের। তাছাড়া শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তরুণ-তরুণীরা।

‘ফুল ফুটুক না ফুটুক বসন্ত আসবেই’- এ দিনের অপেক্ষায় রয়েছেন তারা। সেই সঙ্গে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে সবাই প্রিয়জনকে দিতে চায় তাজা গোলাপ, বসন্ত উৎসবে যোগ দিতে খোপায় বাঁধে গাঁদা ফুল। সবমিলিয়ে কদর বেড়েছে ফুলের রানি গোলাপসহ অন্যদের। এবছর বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস একইদিনে হওয়ায় যশোরের গদখালী ফুল ব্যবসায়ীরা আশানুরূপ ফুল বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) যশোরের গদখালী এলাকার ফুলের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/02/Rose-bazar.jpg

সারা বছরই ফুল কেনাবেচা হলেও বিশেষ দিবসগুলোতে ফুলের চাহিদা বাড়ে। ফেব্রুয়ারি মাসেই আসছে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও শহীদ দিবস। এসব দিবসে ফুলের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। তাই, গদখালী এলাকায় ফুলচাষি ও ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়ছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা ও বসন্ত দিবসে) কীভাবে নিজের দোকানের ফুলগুলো সবার সামনে ফুটিয়ে তোলা যায় সেই পরিকল্পনা করছেন তারা।

ফুলচাষি ও ব্যবসায়ীরা আশা করছেন, আসন্ন তিনটি দিবসে ফুলের চাহিদা ও দাম বাড়বে। অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন তারা।

ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হচ্ছে নানা জাতের ফুল। এ অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে চাষ করছেন গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাদা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকাসহ অন্তত ১৩ ধরনের ফুল।

গদখালী বাজারে সকালে ফুলের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, চাষিরা তাদের উৎপাদিত বাহারি সব ফুল বিভিন্ন যানবাহনে করে এনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন।

গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাদা ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের বাজার। ২ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি গোলাপ। গত সপ্তাহে যে গোলাপ বিক্রি হয়েছে ৫ টাকায়, রোববার তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮ থেকে ১০ টাকায়। প্রতি পিস জারবেরা ১০ থেকে ১৫ টাকা, রজনীগন্ধার প্রতি স্টিক ৮ থেকে ১০ টাকা, জিপসির আঁটি ৪০ থেকে ৫০ টাকা, ১ হাজার গাদা ফুল ৩০০ থেকে ৪০০ টাকা, গ্লাডিওলাস রংভেদে ১০ থেকে ১৮ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে। দিবস যত ঘনিয়ে আসছে, ফুলের দাম ততই বাড়ছে।

ফুলচাষিরা বলছেন, আসন্ন বর্ষবরণ , ভালোবাসা দিবস ও শহীদ দিবসে ফুলের দাম আরো বাড়বে এবং আরো লাভবান হতে পারবেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/02/Rose-bazar-gadkhali.jpg

যশোর নিউ মার্কেট থেকে ফুল কিনতে আসা ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, “প্রায় ১৫ হাজার টাকার ফুল কিনেছি। গোলাপ বেশি কিনেছি। অন্যান্য বারের তুলনায় এ বছর ফুলের দাম একটু বেশি। তাই ফুলের ব্যবসা নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।

গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেছেন, গদখালী বাজারে সারা বছরই ফুল বিক্রি হয়। তবে সারা বছরই ফুলের দাম কম থাকে। বিশেষ  বিশেষ দিন উপলক্ষে ফুলের দাম বাড়ে। বিশেষ করে এই অঞ্চলের কৃষকরা এই তিন দিন উপলক্ষে ফুল চাষ করেন। বছরের বাকি সময়গুলোতে ফুল বেশিরভাগই নষ্ট হয়ে যায়। ফুলের ক্রেতাও থাকেনা। এবছরের তিন দিবস উপলক্ষে শত কোটি টাকার ফুল বেচাকেনা হবে বলে জানান এ ব্যবসায়ী।

উল্লেখ্য, যশোরের ঝিকরগাছায় দেশের প্রায় ৭০ শতাংশ ফুল উৎপাদন হয়ে থাকে। গদখালী ও পানিসারা এলাকায় এ বছরও প্রায় ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হচ্ছে। প্রায় ৬ হাজার কৃষক ফুল চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফুলের দামদরের উপর ভিত্তি করে এই অঞ্চলের কৃষকের জীবন মানের উন্নয়ন ঘটে।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/02/20241228_140301.jpg

ঝিকরগাছার থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমানের বলেন, দেশের প্রায় ৭০% ফুল উৎপাদন হয় ঝিকরগাছের গদখালীতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসে এখানে ফুল ক্রয় করতে। ফুল বাজারে যেন কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সার্বিকভাবে ব্যবসায়ীদের সহযোগিতা করেছে। তাছাড়া বর্ষবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে গদখালীতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসেন। তাদেরকেও নিরাপত্তা দিতে পুলিশ সজাগ রয়েছে বলেন তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *