স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় চার কেজি গাঁজাসহ মিলন বিশ্বাস (২৪) নামে এক মাদকারবারী আটক হয়েছে।
আটক মিলন বিশ্বাস বেনাপোল সাদিপুর বুল্লির মোড় এলাকার সামাদ বিশ্বাসের ছেলে।
শুক্রবার (২৯শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী পূর্বপাড়ার রহমত আলী (৫৫) চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন ঝিকরগাছা থানার পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজাসহ আটক মিলন বিশ্বাস বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে বেনাপোল সীমান্তের দিক থেকে বিপুল পরিমাণের মাদকদ্রব্য নিয়ে যশোরের দিকে আসছে। সাথে সাথে সেখানে পুলিশ পাঠালে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী পূর্বপাড়ার রহমত আলী (৫৫) চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ৪ কেজি কাজাসহ আটক করেন। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকায় আইনে মামলা দেয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে হস্তান্তর করা হবে।