জাফলংয়ে যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

জাফলং প্রতিনিধি: সিলেটের গোয়ানঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ঐতিহ্যবাহী আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷

শ্রদ্ধাবনতচিত্তে উদযাপন হল বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। গত বছর মহামারী করোনার কারণে এই বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করছে দেশবাসী৷ তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশমতে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের পরামর্শক্রমে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখায় কেক কাটার মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচি ঘোষনা করে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী যুবলীগ৷ কেট কাটা ও মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন ইউনিয়ন নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ৩নং পূর্ব জাফলং আওয়ামী যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে পাঁচবারের সুনামধন্য চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জনাব লুৎফর রহমান লেবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন বাংলাদেশ আওয়ামী ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখার আহবায়ক মিনহাজুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি শাহজাহান সিরাজ,আওয়ামী লীগের ৩ন পূর্ব জাফলং ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলেমান সিকদার, আওয়ামী নেতা মকসুস আলম,তামাবিল কয়লা ও চুনাপাথর আমদারী রপ্তানী গ্রুপের সভাপতি ছরোয়ার হোসেন সেদু, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং পূর্ব জাফলং আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক সদস্য-মুজিব শিকদার, শেরগুল গোসাই, রফিক সরকার, সাইদুল ইসলাম, রাজিব, শেখ ফরিদ, তোফায়েল আহমেদ, আবদুল রাজ্জাক,এরশাদ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলআমিন, ৩নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুণ গোসাই, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি জুয়েল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান লিলু, যুবনেতা আসাব উদ্দিন। ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদে, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা জলিলুর রহমান সহ প্রমূখ।

দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে বাঙালি জাতি শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুকে। আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিনটি প্রতিবারের মতো এবারও জাতীয় শিশু দিবস হিসেবে দেশব্যাপী উদযাপিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- “বঙ্গবন্ধুর জন্মদিন
শিশুর হৃদয় হোক রঙিন “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *