স্টাফ রিপোর্টার: এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে আজ চতুর্থ দিনেও কলম বিরতি কর্মসূচি পালন করছে কর্মকর্তারা।
এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও ১৭ মে কলম বিরতি কর্মসূচি পালন করে এনবিআর কর্মকর্তারা। তবে এমন বাস্তবতায় সরকারের সঙ্গে আলোচনা করে অচলাবস্থার নিরসন চেয়েছে এনবিআর ঐক্য পরিষদ।
শনিবার (১৭ই মে) বিকেলে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সংগঠনের পক্ষে এমন বক্তব্য উপস্থাপন করেন উপকর কমিশনার নিপুন চাকমা।
তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আমরা আশা করছি প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য বসবেন এবং মিডিয়া মারফত আলোচনার খবর পাব। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময়ই খোলা ছিল, আছে এবং থাকবে। এর আগে তিনি চতুর্থ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
নিপুন চাকমা বলেন, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। রোববার প্রেস ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে নিপুন চাকমা বলেন, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সব সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং এ দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে না।