নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর জেলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থাঅনীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
তিনি বলেন, আগে মানুষ সালিস করত। ২০০৬ সালে গ্রাম আদালত আইন পাশ হওয়ার পর চেয়ারম্যানদের আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখন তারা ৩ লক্ষ টাকা পর্যন্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারে। সুতরাং নিয়মিত আইনের চর্চা করতে হবে এবং এজলাসে বসে গ্রাম আদালত পরিচালনা করতে হবে। বিচারের ক্ষেত্রে চেয়ারম্যানদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। চেয়ারম্যানরা আইন পড়ে চায় না। তাদেরকে আইন সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। গ্রাম আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হয় এবং উভয় পক্ষই সন্তুষ্ট হয়। তাই প্রচলিত আদালতের মামলার জট কমানোর জন্য গ্রাম আদালত সক্রিয় করতে হবে এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য উপস্থাপন করা। গ্রাম আদালত পরিচালনার সমস্যাগুলো চিহ্নিত করা। এবং সমস্যা সমাধানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করা এবং গ্রামীণ জনগের বিচারিক সুবিধা নিশ্চিত করা।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ্যাড. মহিতোষ কুমার রায়, প্রকল্প পরিচিতি, প্রকল্পের অগ্রগতি ও বিগত ১১ মাসের জেলার গ্রাম আদালতের মামলার তথ্যচিত্র তুলে ধরেন।
সভায় উন্মুক্ত আলোচনা উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর নিশাত তামান্না বলেন, ইউপি চেয়ারম্যানগণ স্থানীয় সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসা করত কিন্তু এখন তারা গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করছে। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাম আদালতে মামলা দায়েরের হার কিছুটা কমেছে। পাশাপাশি যে সকল ইউপিতে প্রশাসক নিয়োগ দেওয়া হযেছে, সেখানেও মামলার হার কমেছে। তবে মনিরামপুর উপজেলায় গ্রাম আদালতের পারফরমেন্স সন্তোষজনক এবং এ ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, গ্রাম আদালত অনেক পুরানো একটি বিচার ব্যবস্থা। কিন্তু অনেক চেয়ারম্যানরা একটি যথাযথভাবে জানে না এবং সঠিকভাবে আইনের প্রয়োগ করে না। সকল প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত আইন বিষয়ে গুরুত্ব দিতে হবে। কোর্টে মামলা হলে মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হয়। কিন্তু গ্রাম আদালতে মানুষ অল্প সময়ে ও অল্প খরচে হয়রানিমুক্ত হয়ে বিচার পায়। সুতরাং গ্রাম আদালতকে সক্রিয়করণে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। যে সকল উপজেলা এবং ইউনিয়ন গ্রাম আদালতের ভালো পারফরমেন্স করবে তাদের পুরস্কৃত করার উদ্যোগ নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার ৮ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ৪ (সদর, মনিরামপুর, অভয়নগর ও বাঘারপাড়া) উপজেলার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাাবৃন্দ, প্রকল্পের স্টাফ এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।
সভায় বলা হয়, প্রকল্প শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারি- ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যশোর জেলায় গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১৫৬৮ টি। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ১৩৪৮ টি এবং জেলা আদালত থেকে পাঠানো হয় ২২০টি। এর মধ্যে দেওয়ানি ৮১২টি ও ফৌজদারি ৭৫৬ টি। দায়েরকৃত মামলার মধ্যে আবেদনকারী পুরুষ ১১১৪ (৭১.১০%) এবং নারী ৪৫৪ (২৮.৯০%) জন। নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৪৯১ টি (৯৫.০৯%)। মোট ক্ষতিপূরণ আদায় ১,৯৬,৫৬,১২০.০০ টাকা যা ক্ষতিগ্রস্থ পক্ষকে দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক, স্থানীয় সরকার মোঃ রফিকুল হাসান।