কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৯ই জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন একই ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকালে আনোয়ার সীমান্ত লোগো মাঠে কৃষি কাজ করতে যান। এ সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, নিহতের মরদেহ ভারতীয় সীমান্তে আছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।