জ্যাকব জনি নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টার নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে এক সাংবাদিকের বিরুদ্ধে।
বিষয়টি উপদেষ্টা অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই সাংবাদিকের বিরুদ্ধে থানার ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডঃ. এম সাখাওয়াত হোসেন।
এর আগে, বেলা বারোটায় বেনাপোল বাজারে চোরাকারবারী টাক কামালের বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে এ সময়ে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা টাক কামালের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে স্লোগান দেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, টাক কামাল বেনাপোল দিঘীরপাড় এলাকার চোরাকারবারী আব্দুল্লাহ হাব খোকনের ছেলে। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া জানা কামাল ২০১০ সালে বেনাপোল পুরাতন পৌর ভবনের ডান পাশে বিজিবি ক্যাম্পের কোনায় ফুটপাতে বসে মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও সিম বিক্রয় করতো। এরপর বিজিবি ক্যাম্পের অপজিটে সাদিপুরের মতিয়ারের বিল্ডিং এর নিচে থাকা কন্টিনেন্টালের ম্যানেজার মামুনকে কৌশলে তাড়িয়ে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস দখল করে নেয়। এরপর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন। কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাই পণ্য ও বন্দরের চোরাই মালামাল ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পাচার করতে থাকেন। পাচার করেন আওয়ামী লীগের আমলে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ অস্ত্রও। তাছাড়া একটি সংঘবদ্ধ হিজড়া চক্রের মূল হোতা এ টাক কামাল। সে হিজড়াদের মাধ্যমে ভারত থেকে কোটি কোটি টাকার অবৈধ মালামাল দেশের ভিতর প্রবেশ করান। বেনাপোলে রয়েছে তার একটা শক্তিশালী স্মাগলিং চক্র।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, পরিবহন সমিতির সহ-সভাপতি কামাল বিশ্বাস, পরিবহন সমিতির সদস্য শহিদুল ইসলাম, আজিজুর, সেক্টর, আজিজুর রহমান, আতিয়ার রহমান, ইসমাইল হোসেন, লিটন, কাহার হোসেন, জসীমউদ্দীন, সেকেন্দারসহ পরিবহন ও স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষ।
ঐসময়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের কাছে কয়েকবার ধরাও খান। কিন্তু বিশেষ ব্যক্তির মাধ্যমে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়ে যান। এসব অনৈতিক কাজ করে তিনি রাতারাত্রি কোটি টাকার মালিক বনে যান। এরপর অবৈধ টাকার বৈধ করতে তিনি সাংবাদিক হতে বিভিন্ন পত্রপত্রিকায় লগ্নী করেন মোট অংকের টাকা। হাতিয়ে নেন কয়েকটা প্রতিষ্ঠানের কার্ড। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামাও টুপি মাথায় দিয়ে তিনি এলাকায় শুরু করেন আর এক অপরাধ জগত। বর্তমানে তিনি বেসরকারি একটা টেলিভিশনের পরিচয় দিয়ে বিভিন্ন উপদেষ্টার নাম ভাঙিয়ে বন্দরের পরিচালক, সরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে মোট অংকের চাঁদা দাবি করেন। না হলে তাকে বদলি করা হবে। এমন হুমকি ধামকিও প্রদান করেন। শুধু বন্দর পরিচালক বা বন্দরের অন্যান্য কর্মকর্তাই নয়। ইমিগ্রেশনে ও বন্দরের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও মাদক ব্যবসায়ীদেরকে হুমকি ধামকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ করেন তারা।
শুক্রবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডঃ. এম সাখাওয়াত হোসেন বেনাপোল পরিদর্শনে আসলে ভুক্তভোগীরা উপদেষ্টার নাম ভাঙ্গিয়ে অনৈতিক কার্যকলাপের বিষয়ে উপদেষ্টা কে জানালে উপদেষ্টা বেনাপোল পোর্ট থানার ওসিকে মামলা নেয়ার নির্দেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল বন্দরের এক কর্মকর্তা জানান, কামাল হোসেন নাকি আমাকে তদবির করে বদলি করিয়ে এখানে নিয়ে এসেছে। তাই সে আমার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। তার নাকি নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডঃ. এম সাখাওয়াত হোসেনের নিবিড় সম্পর্ক। তাই টাকা না দিলে তাকে আবারো ওইখান থেকে অন্য জায়গায় বদলি করা হবে বলে হুমকি দেন
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডঃ. এম সাখাওয়াত হোসেনের নাম ভাঙিয়ে নানা অপরাধের সাথে যুক্ত থাকার বিষয়টি জানার সাথে সাথে আমাকে থানায় মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কোন একজন বাদী হলেই থানায় মামলা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।