ঈদুল ফিতর উপলক্ষে novanews24 এর পক্ষে সকলকে শুভেচ্ছাও অভিনন্দন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: ঈদুল ফিতর উপলক্ষে novanews24 এর পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছাও অভিনন্দন।

যারা শুরু থেকেই novanews24 এর সাথে থেকে অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, জ্ঞানসহ নানাভাবে সহযোগীতা করে আসছেন তাদের কাছে চির কৃতজ্ঞ  novanews24 । ক্ষুদ্র এই প্রতিষ্ঠানটি হাটি, হাটি, গুটি গুটি পায়ে আজকে সংবাদ প্রকাশ ও প্রচারে দক্ষিণবঙ্গের একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে। এই জায়গাতে পৌঁছানোর জন্য আজ খুশির দিনে আরো একবার ঈদ মোবারক ও অভিনন্দন।

 

শপ্ন গুলো সত্যি হোক,

সবার সকল আশা পুরনো হোক।

দু:খ দুরে যাক,

সুখে জীবন ভরে যাক।

জীবনটা হোক ধন্য,

ঈদ মোবারাক সকলের জন্য।

 

সম্পাদক-তরিকুল ইসলাম মিঠু

novanews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *