নিজস্ব প্রতিবেদক: ৪টি নাশকতা মামলায় যশোর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৭৭কে জামিন প্রদান করেছে।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) দুপুরে এসব হাজতি আসামিদের কে যশোর জেলা ও দায়রা জজ আদালত জামিন প্রদান করেছেন।
এরমধ্যে যশোর সদর উপজেলার ১জন, মনিরামপুর উপজেলা ১জন, অভয়নগর উপজেলার দুটি মামলায় ৬৪ জন এবং বাঘারপাড়া উপজেলার ১১ জনকে জামিন দিয়েছে আদালত।
আইনজীবী সঞ্জীব কুমার সরকার বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে আসামিরা সবাই জেল হাজতে ছিল। আজ দুপুরে তাদের জামিনের জন্য আবেদন করলে মহামান্য আদালত তাদেরকে রাজনৈতিক বিবেচনা জামিন মঞ্জুর করেছেন। জামিনের পরে তারা যে যার মত তাদের বাসায় ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর আদালত পুলিশের ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গত কয়েক মাস ধরে এসব আসামিরা সংশ্লিষ্ট থানা এলাকা থেকে নাশকতার অভিযোগে পুলিশের হাতে আটক হন। এরপর তাদের আদালত জেল হাজতে প্রেরণ করেন। মঙ্গলবার দুপুর জজ কোর্টের আইনজীবী সঞ্জীবন কুমার সরকার আসামিদের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।