অযশোরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: যশোরে ৬ কেজি গাঁজাসহ আবেদ আলী (৬০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বুধবার বিকেল তিন টার দিকে যশোর শহর হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর সদস্যরা তাকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতার করতে সক্ষম হয়। আবেদ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার মৃত আতাহার মন্ডলের ছেলে।

যশোর র‍্যাব -৬ এর কোম্পানী কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত আবেদ আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর ৫নং উপশহর ইউনিয়নের নতুন উপশহর এলাকার শিশু হাসপাতালের সামনে হাইকোর্ট মোড় হইতে খাজুরা বাসস্ট্যান্ড গামী পাকা রাস্তার উপর ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান সাজিয়ে ৬ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতেল বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *